রাইপুর সবুজ সংঘের রক্তদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:—-দক্ষিণ বাঁকুড়ার একটি ঐতিহ্যবাহী ক্লাব হল জঙ্গলমহলের রাইপুর সবুজ সংঘ এই সংঘের 63 তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের রক্তদান শিবিরে সংঘের সদস্য সদস্যা ছাড়াও জীবন দীপ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচন্ড গরমে প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে তাদের এই উদ্যোগ বলে সংঘর সভাপতি কালাচাঁন্দ দত্ত জানান। তিনি আরো বলেন সংঘের 63 তম বর্ষের অনুষ্ঠান উপলক্ষে আজ সকালে প্রভাত ফেরী ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। অনুষ্ঠানটি চলবে আগামী কাল অর্থাৎ ২৫শে বৈশাখ পর্যন্ত। রক্তদান শিবিরে মহিলাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।