রাইপুর সার্বজনীন এর পুজো ভার্চুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

রাইপুর সার্বজনীন এর পুজো ভার্চুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সাধন মন্ডল বাঁকুড়া:–জঙ্গলমহলের রাইপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দূর্গা পূজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর বিডিও উদয়নারায়ন দে ,আই সি পলাশ কুমার বারিক,জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, অবসরপ্রাপ্ত সরকারি বিদ্যালয় পরিদর্শক বিজয় মন্ডল, জেলা পরিষদ সদস্য কালীপদ সরেন, শান্তি নাথ মন্ডল সহ কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ মানুষজন। ভার্চুয়ালি উদ্বোধন উপলক্ষে সাধারণ মানুষের উপস্থিতি জানিয়ে দেন আগামী পূজোর কয়েকটা এখানে দিন ভিড় উপচে পড়বে ।এবারের পূজো প্যান্ডেলের থিম “ময়ূর মহল” মন্ডপটি সম্পুর্ন জৈব পচনশীল বাঁশ, দড়ি, শাল পাতা, মাশরুম, নারকেল কাঠি, ঝিনুক মালা ও বেল দিয়ে সাজানো হয়েছে। উদ্যোক্তাদের পক্ষে শান্তনু মিশ্র, তপন দাস,গৌতম বিশ্বাস, পল্টু রজক, বিশ্বজিৎ ঘোষাল, বাপুজি চ্যাটার্জী, সুব্রত সাহু, অশোক কাহার রা জানান এবারের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা ছয় দিন ধরে থাকছে নানান সংস্কৃতি অনুষ্ঠান। এবারের পুজো প্যান্ডেলে পূজোর দিনগুলিতে দু লক্ষেরও বেশি দর্শনার্থী ভিড় করবেন বলে আশা। এবারের এই থিমের প্যান্ডেল দক্ষিণ বাঁকুড়াতে নজর কড়বে বলে উদ্যোক্তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *