রাজগ্রাম এলাকার পাথর শিল্প খোলার দাবিতে মুরারই-১ বিডিও অফিসে ডেপুটেশন

Spread the love

রাজগ্রাম এলাকার পাথর শিল্প খোলার দাবিতে মুরারই-১ বিডিও অফিসে ডেপুটেশন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ২৯শে ডিসেম্বর শুক্রবার বীরভূম জেলার মুরারই- ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় চারটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে।এদিন চারটি ট্রেড ইউনিয়নের লোকজন নিজ নিজ সংগঠনের দলীয় পতাকা ও বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে মুরারই এর বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং শেষে মুরারই – ১ বিডিও অফিসের সামনে জমায়েত হয়। সেখানে বক্তব্য রাখেন সিআইটিইউ এর পক্ষে দীপঙ্কর চক্রবর্তী, আইএনটিইউসি থেকে মৃনাল কান্তি বসু, টিইউসিসি র পক্ষে দীপক চ্যাটার্জী ও এআইইউটিইউসি র পক্ষে আয়েশা খাতুন। বক্তাদের বক্তব্য থেকে উঠে আসে যে,রাজগ্রাম পাহাড় এলাকার পাথর শিল্পের সমস্ত ক্রাশার, খাদান ও শ্রমিকদের লোডিং এর কাজ গত ৯ ই ডিসেম্বর থেকে বন্ধ আছে। যার ফলে রাজগ্রাম এলাকার হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকা চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। সেই লক্ষে বিডিও র কাছে ডেপুটেশন প্রদান যেন খাদান এলাকার সমস্ত রকম জটিলতা কাটিয়ে অবিলম্বে কাজ চালু করা যায়। ডেপুটেশন ঘিরে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মুরারই থানার পক্ষ থেকে বিডিও অফিস চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশ শেষে মুরারই-১ বি ডি ও র নিকটে সিপিআইএম,কংগ্রেস,ফরোয়ার্ড ব্লক ও এস ইউ সি আই ( কমিউনিস্ট) পার্টির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যথাক্রমে সিটু র চন্দন রাজবংশী,আই এন টি ইউ সি র মইদ সেখ,এ আই ইউ টি ইউসি র শেখ শাহাজান এবং টি ইউ সি সি র পক্ষ থেকে আশরুজ্জামান শেখ এই চার জন প্রতিনিধি গিয়ে বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন।সংগঠনের নেতৃবৃন্দদের আশ্বাস দেন যে, আগামী ২ রা জানুয়ারি পাথর শিল্প চালু করার ব্যাপারে জেলা শাসকের নিকট অনুমতি নিয়ে আলোচনার আহ্বান জানানো হবে বলে সংগঠনের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *