রাজ্যস্তরে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সোনা জয়ী আদিবাসী ছাত্রকে সংবর্ধনা প্রদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ৯ই মার্চ মুর্শিদাবাদ এর বহরমপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় সমূহের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক জয় করে বেলবুনি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শিবলাল টুডু।
বৃহস্পতিবার সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির পক্ষ থেকে সোনা জয়ী শিবলাল টুডুকে সংবর্ধনা প্রদান করা হল। ফুলের তোড়া , উপহারসামগ্রী ও আর্থিক সাহায্য করা হয় বলে সিপিআইএমের তরফে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, জেলা সদস্য শুকদেব বাগদি, রাজনগর ব্লক এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, সিপিআইএম নেতা সামিউল আক্তার, কালো কোড়া, পানশ্বর হেমব্রম সহ অন্যান্যরা।