রামধনু পাবলিক স্কুলের কচিকাঁচাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা লোকপুরে

Spread the love

রামধনু পাবলিক স্কুলের কচিকাঁচাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুলের কচিকাঁচাদের নিয়ে শনিবার স্থানীয় লোকপুর উচ্চ বিদ্যালয়ের খন্নি ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শীতের প্রারম্ভে শিশু সহ অভিভাবকদের উপস্থিতিতে মাঠ জমজমাট হয়ে ওঠে। জানা যায় অন্যান্য বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বস্তা দৌড়, বিস্কুট দৌড়, একপায়ে দৌড়,বলছোড়া ইত্যাদি ৩২ টি ইভেন্টে মোট ২৫৫ জন পড়ুয়া অংশগ্রহণ করে। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয় পাশাপাশি বাকি অংশ গ্রহণকারীদের ও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করা এবং মোবাইল ছেড়ে মাঠ মুখী করে তোলাও একটি লক্ষ্য। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন উক্ত বিদ্যালয়ের সভাপতি সুনীল কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, সমাজসেবী সুকুমার নন্দী, অঙ্গনওয়াড়ী কর্মী সোমা চ্যাটার্জী প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *