রাস উৎসবে মাতল রাইপুরের হরিহর গঞ্জগড় রাজবাড়ী প্রাঙ্গণ

Spread the love

রাস উৎসবে মাতল রাইপুরের হরিহর গঞ্জগড় রাজবাড়ী প্রাঙ্গণ

। সাধন মন্ডল বাঁকুড়া:——-রাইপুর হরিহর গঞ্জগড় রাজবাড়ির রাস উৎসব এবারে ৩০ তম বর্ষে পদার্পণ করল। উল্লেখ্য রাজবাড়ী প্রাঙ্গণে শতবর্ষ প্রাচীন যে শ্যামসুন্দর জিউ মন্দির স্থাপন করেছিলেন বিষ্ণুপুরের মল্লা বনি নাথ রাজা বলা ভদ্র সিংহ দেব ১৩১৯ সালে সেই মন্দিরে বিগ্রহ সারা বছর ধরে থাকেন এবং সেখানে নিত্য পূজো হয়। আজ সুপ্রভাত শুক্রবার রাজবাড়ী প্রাঙ্গণে রাস মঞ্চের সামনে চারদিনের রাস উৎসবের সূচনা হলো ।উদ্বোধনী অনুষ্ঠানেলগ্নে উপস্থিত ছিলেন খাতড়া বার এসোসিয়েশনের সম্পাদক তন্ময় কর, এডভোকেট প্রদীপ পাত্র, অ্যাডভোকেট সমীর অধিকারী, রাজ পরিবারের বর্তমান রাজা গোপীনাথ সিংহ দেব ,রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাস উৎসব কমিটির সম্পাদক মধুসূদন মন্ডল বর্তমান রাস কমিটি সভাপতি হরিপদ সিংহ দেব ও রাইপুর রাজ পরিবারের সমস্ত সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভরত দুলে ,সুজয় দুলে , সুপ্রভাত কুমার রায়, অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রমূখ তিন দিন ধরে উৎসব চলবে রয়েছে কীর্তন, পুতুল নাচ ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান । চতুর্থ দিনে ৫ হাজারেরও বেশি মানুষের জন্য নরনারায়ণের সেবার ব্যবস্থা রয়েছে বলে উৎসব কমিটি সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সমীর অধিকারী আমাদের জানালেন। তিনি আরো বলেন এই রাস উৎসবকে কেন্দ্র করে রাইপুর এলাকার ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষজন রাস উৎসবে শামিল হন এবং আনন্দ উপভোগ করেন। আজ বিকেলে মাইলিডাঙ্গা মোড় থেকে রাজ বাড়ির মন্দির প্রাঙ্গণ পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *