র‍্যাগিং এর বিরুদ্ধে সচেতনতা মূলক শিবির খয়রাসোল কলেজে

Spread the love

র‍্যাগিং এর বিরুদ্ধে সচেতনতা মূলক শিবির খয়রাসোল কলেজে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২০২৫ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। প্রথম বর্ষে কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে রিগিং এর বিরুদ্ধে তথা ভয়ভীতি দূরীকরণ ও আইনি পদক্ষেপ বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।এদিন খয়রাসোল শৈলজানন্দ- ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পাশাপাশি অন্যান্য বর্ষের পড়ুয়াদের নিয়েও খয়রাসোল কলেজ সভাকক্ষে র‍্যাগিং এর বিরুদ্ধে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে শিক্ষার্থীদের র‍্যাগিং এর ফলে শারীরিক ও মানসিকভাবে কি কি প্রভাব পড়তে পারে, সেই সম্পর্কে অবহিত করা হয়।পাশাপাশি র‍্যাগিং কারীদের বিরুদ্ধে কি কি আইনি পদক্ষেপ নেয়া হবে এবং এর পরিণতিও সম্পর্কেও অবহিত করা হয়। মূলতঃ এদিন শিবিরের লক্ষ্য ছিল একটি নিরাপদ এবং আরও সহায়ক ক্যাম্পাস পরিবেশ তৈরি করা। সেই সাথে আইনের অধীনে এই কার্যকলাপের গুরুতর পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। কলেজের মধ্যে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে প্রিন্সিপাল কে জানানো তাহলে তিনি আমাদের জানাবেন এবং সাথে সাথেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডঃ ভাস্বতী ঘোষ,লোকপুর থানার এসআই প্রবীর কুমার মন্ডল, এএসআই অরূপ কুমার দাস সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *