লক্ষাধিক টাকার জাল লটারির টিকিট সহ ধৃত -১ ব্যক্তি, রাজনগর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
ঝাড়খণ্ড রাজ্য থেকে অবৈধ লটারির টিকিট বিক্রি হচ্ছিল সমগ্র বীরভূম জেলা জুড়ে। যার প্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুরু হয় দোকানে দোকানে তল্লাশি অভিযান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার পর্যন্ত করে। তবুও জাল লটারির টিকিটের ব্যাবসা চলছিল। সেরূপ জাল লটারির টিকিট ঝাড়খণ্ড এলাকা থেকে আনার সময় বীরভূম ঢোকার মুখে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি। জানা যায় যে,
এস কে লটারি কোম্পানির এক কর্মচারী ঝাড়খন্ডে প্রিন্ট করা লটারির জাল টিকিট নিয়ে রবিবার রাত্রি প্রায় ২টো নাগাদ রাজনগরের দিকে বিক্রি করার উদ্দেশ্যে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ এবং এএসআই সুনীল মুর্মু ও এএসআই মদন সরকার সহ রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে ঝাড়খণ্ড সীমান্তবর্তী রাজনগরের যাত্রীবাজারের কাছে জাল বিস্তার করেন। কিছুক্ষণ পরেই লক্ষাধিক টাকার জাল লটারির টিকিট সহ এক ব্যক্তিকে ধরে ফেলেন । ধৃত ব্যাক্তি স্থানীয় থানার নাকাশ গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতের কাছ থেকে প্রচুর সংখ্যক লটারির জাল টিকিট উদ্ধার করা হয় । যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে।
ধৃতকে রবিবার সিউড়ি আদালতে তোলা হয় রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে।