বাংলা সবচেয়ে বড় লেখালেখি প্রতিযোগিতা আয়োজন করছে কাটাকুটি ফেসবুক পেজ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি , তরুণ লেখক লেখিকা থেকে শুরু করে স্বনামধন্য কবি-সাহিত্যিক পর্যন্ত সবাই কমবেশি লেখালেখি করছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেছে অনেক ফেইসবুক পেজ।
কিন্তু এইবার কাটাকুটি ফেইসবুক পেজ নিচ্ছে এক অনবদ্য উদ্যোগ, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আয়োজন করা হচ্ছে এক বিশেষ লেখালেখির প্রতিযোগিতা। কলম 2k20 ,এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে শতাধিক ফেসবুক পেজ এবং তাদের কর্মকর্তারা।
পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
তার পাশাপাশি দুটি সরকারি স্বীকৃতি প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা সু-সম্পর্ক এবং দীপ্তি।
প্রতিযোগিতার আয়োজনকারীরা জানিয়েছেন, প্রতিযোগিতায় যারা সেরার সেরা সম্মান পাবে তাদের নিয়ে বেরোবে একটি পূর্ণাঙ্গ বই, এই বইয়ের পাবলিশিং পার্টনার হিসেবে আছে প্রকাশনী সংস্থা Affordable Publishers।
তার পাশাপাশি এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে করতে সহায়তা করছে, Imposing World Group of Companies ।
এই বিশেষ প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ইন্দ্রনীল রায় এবং সহযোগিতায় রয়েছে শোভনা দোলুই, কমলিকা ও ঈশান।