শরৎ সদনে আধুনিক ও স্বর্ণযুগের মিশেল সঞ্জয় ও ঝুমকীর গানে

Spread the love
  • শরৎ সদনে আধুনিক ও স্বর্ণযুগের মিশেল সঞ্জয় ও ঝুমকীর গানে

বাংলার গানের ডালি নিয়ে
সঙ্গীতানুষ্ঠান “আমারে গানেই পাবে আমায়”।মিউজিক ফিভার আয়োজিত সুর তালে লয়ে রঙ্গমঞ্চ মাতালেন দুই শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন ।
হাওড়া শরৎ সদন মঞ্চে গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিলেনা দুই শিল্পীই । নতুন প্রজন্মের কাছে বাংলা গান মনকে ছুয়ে দিতে চাইলেন সংগীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ।
নিজেরই কথা ও সুরে সঞ্জয়
পরিবেশন করলেন
”দিনে দিন যায় চলে, রাতে রাত কেটে যায়’,’ ‘ হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে’, “”আমার গানেই পাবে আমায়’,
”শতক্ষত আড়াল করে আর কত হাসবি রে বল’,দ
“‘জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা’ এবং
‘আজ যদি ফিরে ফিরে চাই’ সহ বেশ কয়েকটি শ্রুতিমধুর গান ।
লতা, আশা, ও আরতি র জনপ্রিয় গানের কথা মনে করিয়ে দিলেন ঝুমকি সেন । শিল্পীর কন্ঠে ছিল অসাধারণ ও প্রাণবন্ত সুরের মূর্ছনা।
তিনি গাইলেন ‘ওঠো ওঠো সুর্যাই রে’, ‘তখন তোমার একুশ বছর’,’ ‘কে বাজায় বাঁশিতে ‘ ”এমন মধুর সন্ধ্যা ‘, ‘বলো বলো’ ‘রূপসি বলো না বেশি ‘এবং”আজ তবে এইটুকু থাক’ । এদিন মঞ্চে নৃত্যায়নের
পরিবেশিত নৃত্য যথেষ্টই উপভোগ্য ছিল। আবির সেনগুপ্তর সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা যোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *