শহীদ রাজেশ ওরাং স্মৃতি স্কলারশিপ প্রদান সিউড়ীতে

Spread the love

শহীদ রাজেশ ওরাং স্মৃতি স্কলারশিপ প্রদান সিউড়ীতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূমের ভূমিপুত্র ভারতবর্ষের সেনা জোয়ান বীর শহীদ রাজেশ ওরাং এর স্মৃতিতে নতুন সকাল নামে সিউড়ীর স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক গত ৫ বছর ধরে প্রেরণা স্কলারশিপের শুভসূচনা করেন। উল্লেখ্য বিগত ১৫ বছর ধরে সংস্থাটি জেলার বিভিন্ন প্রান্তে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকেন। করোনাকালীন ও জনকল্যাণমুখী কাজের নিদর্শন রয়েছে। এদিন ২৪ শে আগস্ট সিউড়ী শুকতারা অনুষ্ঠান ভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলন ও মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্বাগত ভাষণ দেন সংস্থার সহ সভাপতি প্রসেনজিৎ মুখোপাধ্যায়। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রসহ মোট ১৪ জনকে স্কলারশিপ তুলে দিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক
তারাদাস চট্টোপাধ্যায়, শালবাদরা ক্রাসার ওনার এসোসিয়েশন এর সভাপতি সেখ সিরাজ, শিক্ষক ফজলে রফিক প্রমুখ। এছাড়াও ছিলেন সংস্থার সভাপতি অমিয় মণ্ডল, অধ্যাপক নারায়ণ প্রসাদ ভট্টাচার্য, বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়, শিক্ষক অমিত পাল সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *