শারদীয়া বুক স্টলের উদ্বোধন
জুলফিকার আলি,
শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মেচেদা লোকাল কমিটির উদ্যোগে পাঁচমাথা মোড়ে সুসজ্জিত একটি বুক স্টলের উদ্বোধন হয়। উদ্বোধন করেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা, নারায়ণ চন্দ্র নায়ক,লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস প্রমুখ।
প্রণব মাইতি বলেন,শারদোৎসব উপলক্ষে বুক স্টলে এ যুগের মহান মার্কসবাদী চিন্তানায়ক দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের মার্কসবাদ সম্পর্কিত বিভিন্ন বইয়ের পাশাপাশি দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের “এস.আই.আর.”এর উপর বইটি ও “পয়েলগাঁও থেকে অপারেশন সিঁদুরে”র উপর বইটি এবং ‘দেশের সর্বগ্রাসী সংকটের কারণ কি? ও তার সমাধান কোন পথে’ এই বইগুলি গুরুত্ব দিয়ে বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এস আই আর” বইটির মধ্যে বিজেপি যেভাবে বিভাজনের রাজনীতি করছে এবং বাংলাভাষী গরীব মানুষের উপর বিভিন্ন রাজ্যে যেভাবে আক্রমণ আনছে তা সহ ধর্মের নাম করে পুঁজিপতির শ্রেণী ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলির মাধ্যমে ধর্ম নিয়ে ব্যবসা ও যে ভোট রাজনীতি করছে-সে সম্পর্কে বিস্তৃত বক্তব্য তুলে ধরা হয়েছে। এছাড়াও ‘পহেলগাঁও থেকে অপারেশন সিঁদুর’ বইটিতে ভোটের স্বার্থে যে কেন্দ্রের বিজেপি সরকার এগুলি করছে,তা তুলে ধরা হয়েছে।
প্রনব মাইতি জানান,মেচেদা ছাড়াও পাঁশকুড়া-কোলাঘাট-তমলুক-হলদিয়া-নিমতৌড়ি-মহিষাদল-কাঁথি-এগরা সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের বুক স্টলের মাধ্যমে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের বিভিন্ন বইপত্র,মনীষী সহ বিপ্লবীদের বইপত্র দলের কর্মী-সমর্থকরা জনসাধারণের মধ্যে নিয়ে যাবেন। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় শতাধিক বুক স্টল হচ্ছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।