শিক্ষক দিবস পালন মেজিয়া সরকারি কলেজে
নিজস্ব প্রতিবেদক:- বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি জগদ্রাম রায় সরকারি কলেজে আজ আনুষ্ঠানিকভাবে “শিক্ষক দিবস” উদযাপিত হল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অলোক কুমার দাস, কলেজের অভ্যন্তরীণ মূল্যমান নির্ধারক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অরিজিৎ চ্যাটার্জি, কলেজের ন্যাক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গৌতম দে, অধ্যাপক ড. অশেষ কুমার মাজি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। অধ্যাপক ঋত্বিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় একটি ক্ষুদ্র নাটক। ছাত্রছাত্রীদের গান, নৃত্য, বক্তৃতা ছিল মনোমুগ্ধকর। কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য “প্রয়াস” প্রকল্পের পঞ্চম শ্রেণির ছাত্র শ্রী অঙ্কুশ ভুই নিজে হাতে সর্বপল্লী রাধাকৃষ্ণনের চমৎকার ছবি এঁকে কলেজকে উপহার দিয়েছে। সামগ্রিকভাবে কলেজে আজকের অনুষ্ঠানটি সফল হয়।