শিশু দিবস পালিত হলো কলকাতার ১৭ নং চক্রে

Spread the love

শিশুরা আমাদের সম্পদ, জাতির ভবিষ্যত। শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সব সময়ই আনন্দদায়ক শিক্ষণ শিখন পরিবেশ প্রয়োজন। শিশুদের আনন্দদানের উদ্দেশ্যে কলকাতার 17 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয়ের উৎসাহে চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে 14 ই নভেম্বর, 2025 শিশুদিবস উদযাপণ হল। সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকাদের এবং অভিভাবকদের অংশগ্রহণে সারাদিন সবার আনন্দে কাটলো।অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় সমীর মজুমদার নিজে তিনটি বিদ্যালয়ে যেমন রাজনারায়ণ প্রাথমিক বিদ্যালয়, রাজডাঙা প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাভবন প্রাথমিক বিদ্যালয়ে উপস্হিত থেকে শিশুদের সাথে মিশে শিশুদিবস উদযাপণ করেন। সারাদিন সকলের খুব আনন্দে কেটেছিল। এই পৃথিবীর সকল শিশুদের সব দিনই শিশুদিবস হিসাবে আন্দে কাটুক এই প্রার্থনা জানাই। ভালো থাকুক, সুস্হ থাকুক আমাদের সকল প্রিয় শিশুরা। আপনারা সবাই আমাদের প্রিয় শিশুদের প্রাণভরে আশীর্বাদ করবেন।নমস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *