সংসদ টিভির প্রথম টকশোতে শশী থারুর – প্রিয়াঙ্কা চতুর্বেদী
ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় ,
গত বুধবার লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভির এক হয়ে সংসদ টিভির মর্যাদা পেয়েছে। শুভ উদঘাটনী সভায় ছিলেন প্রধানমন্ত্রী, উপরাস্ট্রপ্রতি, লোকসভার স্পিকার।এই সংসদ টিভির প্রথম টকশো তে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর এবং শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। সংসদ টিভির প্রথম শো-তে যে দুজনকে ডাকা হয়েছে তাঁরা প্রত্যেকে রাজনীতিবিদ। তবে এই অনুষ্ঠানের শর্ত রাখা হয়েছে রাজনীতি বাদে বাকি সব কিছু নিয়ে কথা বলা যাবে। রাজনীতি নিয়ে কোনও আলোচনা চলবে না। দুটি পৃথক চ্যাট শো-এর সঞ্চালনা করবেন শশী তারুর আর প্রিয়ঙ্কা চতুর্বেদী। শশী তারুরকে দেখা যাবে ‘টু দ্য পয়েন্ট’ শো-তে। এখানে বিখ্যাত ব্যক্তিত্বদের ইন্টারভিউ নেওয়া হবে। আর প্রিয়াঙ্কা চতুর্বেদী সংসদের মহিলা সদস্যদের ইন্টারভিউ নেবেন ‘মেরি কাহানি’ শো-তে। প্রাক্তন সাংসদদের সঞ্চালনায় শো-এর একটি সিরিজ দেখানো হবে সংসদ টিভিতে। বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন সাংসদ করণ সিং এই চ্যানেলেই একটি শো-এর সঞ্চালনা করবেন যেখানে ধর্ম নিয়ে আলোচনা হবে। শো-এর নাম ‘একম সত্’। এছাড়া আরও অনেক চমক থাকবে সংসদ টিভির পর্দায়। ‘ট্রান্সফর্মিং ইন্ডিয়া’ শো-তে ভারতের অগ্রগতি নিয়ে কথা বলবেন নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্ত। কেন্দ্রের প্রধান অর্থনৈতিক পরামর্শদাতা সঞ্জীব স্যান্যাল থাকবেন ‘ইকোনমিক সূত্র’-তে। এই চ্যানেলে সংসদের অধিবেশন চলাকালীন দুটি প্ল্যাটফর্ম থাকবে। একটিতে লোকসভার ঘটনাবলীর লাইভ ব্রডকাস্ট করা হবে। আর একটিতে রাজ্যসভার। এছাড়া যখন সংসদের অধিবেশন থাকবে না, তখন একটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে। আর একটিতে দেখানো হবে খবর ও অন্যান্য আলোচনা। এখন দেখার সংসদ টিভি কোন বিতর্ক আনে কিনা আগামীদিনে?