– সফল রক্তদান শিবির আয়োজন করল BDMI অ্যালামনি অ্যাসোসিয়েশন
পারিজাত মোল্লা,
প্রতাপগড়, নরেন্দ্রপুরের বি.ডি.এম. ইন্টারন্যাশনাল অ্যালামনি অ্যাসোসিয়েশন শনিবার, ৯ আগস্ট ২০২৫ তারিখে BDMI ক্যাম্পাসের মাইলস্টোন বিল্ডিং (P2)-এ “Give Life” শিরোনামে একটি সফল রক্তদান শিবিরের আয়োজন করে।
পিপলস ব্লাড সেন্টার এবং বি.ডি.এম. ইন্টারন্যাশনালের ইন্টার্যাক্ট ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা বিপুল অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সময়কালে উল্লেখযোগ্য সংখ্যক রক্তের ইউনিট সংগ্রহ করা হয়, যা শহরের জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
“আজ BDMI পরিবার এবং সম্প্রদায়কে একত্রিত হয়ে জীবনদানের উপহার দিতে দেখে মন ভরে গেল” বলেন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শুভময় সামন্ত।
BDMI অ্যালামনি অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রদায়সেবার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।