শুভদীপ ঋজু মন্ডল,
5 ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। এই পরিবেশ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে পিছিয়ে নেই জঙ্গলমহলের রায়পুর ব্লকের ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত। প্রধান অরুণকুমার গরাই এর উদ্যোগে রসপাল উপস্বাস্থ্য কেন্দ্রে দলীয় কর্মীদের নিয়ে বেশকিছু নতুন চারা গাছ রোপন করা হলো। গাছ রোপন করে প্রধান অরুণকুমার গরাই বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ মূল ভূমিকা পালন করে। আজ অক্সিজেনের হাহাকার পড়ে গেছে কারণ বনভূমি ধ্বংস। কারণে-অকারণে বনভূমি ধ্বংস করা হচ্ছে। অনেক অনেক কাজে লাগাতে হবে। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় জঙ্গলমহল এলাকায় এই কাজ শুরু করেছি আশা করি অন্যরাও বনসৃজনে ব্রতী হবেন।