সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বিক্ষোভ কর্মসূচি সারেঙ্গায়।
সাধন মন্ডল বাঁকুড়া:—সমগ্র শিক্ষা মিশনের আওতায় কাজ করে যাওয়া কর্মীরা তাদের ছয় দফা দাবি নিয়ে সারেঙ্গা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি পত্র পেশ করেন ও কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে এলাকার বিদ্যালয়গুলির পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ ও শিক্ষা বন্ধুরা অংশ নিয়েছিলেন। তাদের দাবি সরকারি নিয়মে তাদের বেতন দিতে হবে। চাকরির মেয়াদ ৬৫ বছর করতে হবে ।চাকরি করা কালীন কোন কর্মী মারা গেলে তার পরিবারকে সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা ও একজনকে চাকরি দিতে হবে। মঞ্চের পক্ষ থেকে এদিন সারেঙ্গা অবর বিদ্যালয় পরিদর্শক তন্ময় চক্রবর্তীর কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠনের অন্যতম নেতৃত্ব মন্টু দাস বলেন আজ আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষ োভ কর্মসূচিতে অংশ নিয়েছি এবং দাবি পত্র সারেঙ্গা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দিয়েছি। অন্যদিকে আমাদের আন্দোলন ছাড়া রাজ্য জুড়ে চলছে নবান্ন অভিযান ও বিকাশ ভবন অভিযান কর্মসূচি রয়েছে আমাদের।
