সহায়তা কেন্দ্র পরিদর্শনে রাজ্য নেতৃত্ব জঙ্গলমহলে
। সাধন মন্ডল, বাঁকুড়া।:—-আজ সারা জেলা জুড়ে সহায়তা কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন শ্রমিকরা প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে সহায়তা কেন্দ্রগুলি খোলা হয়েছিল। ১০০ দিনের কাজে বকেয়া টাকা যাতে শ্রমিকরা সময়মতো পায় তার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং সেই সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করেন বিশিষ্ট নেতৃবৃন্দ ।জঙ্গলমহলের সহায়তা কেন্দ্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ অন্যান্য নেতৃবৃন্দ।সারেঙ্গা ব্লকের চিলতোড় অঞ্চল কার্যালয়ের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্রে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন্য সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা সভাপতি বিধায়ক অরূপ চক্রবর্তী ও রাজ্য নেতৃত্ব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব মন্ডল এর সাথে দীর্ঘক্ষণ এলাকার রাজনীতি সম্পর্কে আলোচনা করেন বিধায়ক অরূপ চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু তৃণমূল নেতৃত্ব সারেঙ্গাপঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক সহ অন্যান্যরা।