সাইবার প্রতারকদের ফাঁদে হাইকোর্টের প্রধান বিচারপতি?

Spread the love

সাইবার প্রতারকদের ফাঁদে হাইকোর্টের প্রধান বিচারপতি?

নিজস্ব প্রতিনিধি, 

সাইবার প্রতারকদের ফাঁদে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি?  হ্যাঁ,  সাইবার প্রতারণার শিকার খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। রাজস্থানে বসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ছবি ব্যবহার করে সাইবার প্রতারণা করা হয়েছে। গত শুক্রবার এজলাসে বসে প্রধান বিচারপতি নিজেই একথা জানিয়েছেন।আরজি করের নির্যাতিতার ছবি-সহ বিকৃত মন্তব্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কিছু বক্তব্য পেশ করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেসময় নিজের সঙ্গে ঘটে যাওয়া সাইবার প্রতারণার কথা এজলাসে বসে জানান প্রধান বিচারপতি।আদালত সূত্রে জানা গেছে , প্রধান বিচারপতি বলেন, ‘মাস দু’য়েক আগে আমার ছবি ব্যবহার করে অনলাইনে টাকা চাওয়া হচ্ছিল। সেই ম্যাসেজ বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছিল। বিষয়টি জানার পরই আমি অভিযোগ জানাই এবং শেষে জানা যায় রাজস্থানের একটি গ্রাম থেকে এই কাণ্ড ঘটানো হয়েছিল।’এখানেই শেষ নয়। সপ্তাহ দু’য়েক আগে প্রধান বিচারপতির ছেলের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, ‘আমার ছেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি কপি করে একই ধরনের প্রতারনার চেষ্টা করা হয়েছে।’ শুধু প্রধান বিচারপতিই নয় দু’সপ্তাহ আগে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার করেও প্রতারনার চেষ্টা হয়েছে বলে জানা যাচ্ছে। হাইকোর্টের তরফে এ ব্যাপারে ইতিমধ্যে সাইবার সেলে অভিযোগও জানান হয়েছে।এই ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *