সারা দেশের সঙ্গে মেমারিতেও চলছে ছট পুজো

Spread the love

সারা দেশের সঙ্গে মেমারিতেও চলছে ছট পুজো

সেখ সামসুদ্দিন, ৭ নভেম্বরঃ আজ মেমারি শহরের বিভিন্ন প্রান্তে চলছে ছট পুজোর উৎসব। মেমারি শহরের ১ নম্বর ওয়ার্ডের হাটপুকুর, ১০ নম্বর ওয়ার্ডের কদমপুকুর ও ১৩ নম্বর ওয়ার্ডের নলপুকুরে বৃহৎ জমায়েতে পুজো দিতে লাইন পড়ে। এর বাইরে পাঁচ নম্বর ওয়ার্ডের কলপুকুর, খাঁড়ো বিবিসি পাড়ে, হাটপুকুর ডিভিসি পাড়ের ভাল জমায়েত হয়। মূলতঃ হিন্দিভাষী মানুষেরা সূর্য দেবতার পুজো করে যা ছট পুজো নামে অভিহিত। হাটপুকুরে জিটিরোড এলাকায় উৎসব উপলক্ষে উৎসবে আগত মানুষের সুরক্ষায় পুলিশ প্রশাসনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি দেবাশীষ নাগ, সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস সহ অন্যান্য পুলিশকর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জিত ঘোষ, জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল সহ দলমত নির্বিশেষে নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *