সারেঙ্গায় কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা।

Spread the love

সারেঙ্গায় কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা।


সাধন মন্ডল বাঁকুড়া:—-জঙ্গলমহলের সারেঙ্গা থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা দীপ্ত দীপশিখা উদ্যোগে আজ বেদান্ত ভবনে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। যা সারেঙ্গায় এই প্রথম এই ধরনের কবি সম্মেলন। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আতঙ্ক ভঞ্জন প্রামানিক, ত্রিলোচন ভট্টাচার্য, অজিত গাঙ্গুলী, গঙ্গাধর সরকার, তপন কুমার মুখোপাধ্যায় চলচ্চিত্র পরিচালক মহাদেব মন্ডল। বিশ্বনাথ ভট্টাচার্য,তুষার কান্তি সিংহ, আশীষ হাজরা, জয়ন্ত খাটুয়া, অশোক মন্ডল, শ্যামসুন্দর সেন সহ জেলার ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিক বৃন্দ। উপস্থিত কবি বন্ধুরা তাদের কবিতা পাঠ করেন ও ক্ষুদ্র পত্রপত্রিকার বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেন। উপস্থিত সমস্ত কবি বন্ধুদের মেডেল মানপত্র ও উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করা হয় ।যার মূল উদ্যোক্তা ছিলেন দীপ্ত দীপশিখা পত্রিকা সম্পাদক গণপতি বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট শিক্ষক আলোক করণ। এছাড়া এদিনের মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্যোতিষী পন্ডিত ডক্টর উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ও দীপ্তিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অনুষ্কা গুলি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শিক্ষক ও কবি গোরাচাঁদ মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *