সাধন মন্ডল ,
– গতকাল গভীর রাতে আগুনে ভষ্মীভূত হল একটি ইলেকট্রনিকস দোকান,। ঘটনাটি ঘটেছে সারেঙ্গা ব্লকের গড়গড়িয়র পারুলিয়া বাজারে। স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে আগুন লেগে যায় স্থানীয় একটি ইলেট্রনিক্স ও সাইকেল রিপেয়ারিং এর দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিমেষেই পুড়ে খাক হয়ে যায় দোকানটি। দোকানের সামনের সাটারের দরজা ভেঙে পড়ে। সেই আওয়াজ পান প্রতিবেশীরা। তারা বাইরে বেরিয়ে দেখেন দোকানের ভেতর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। খবর দেন দোকানের মালিককে। পাশাপাশি বাসিন্দারা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, খবর দেওয়া হয় স্থানীয় সারেঙ্গা থানায় এবং দমকলে। তবে দমকল আসার আগেই সব শেষ। ছেড়ে পড়ছে দোকানের পাকা দেওয়াল। দোকানের মালিক চিন্ময় দাসের কথায় দিনের পর দিন কষ্ট করে তিল তিল করে ব্যবসা গড়ে তুলেছিলাম আগুন লেগে সব শেষ হয়ে গেল কিভাবে মহাজনের ধার শোধ করবো আর কি ভাবে আগামী দিনে সংসার চালাবো তা নিয়েই চিন্তার শেষ নেই।। দোকানে লক্ষাধিক টাকার মমালপত্র ছিল। তবে কিভাবে আগুন লাগল তা বুঝতে পারছিনা।, আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখছে সারেঙ্গা থানার পুলিশ।