সিউড়ি তিলপাড়া সেতুতে ফাটল দেখা দেওয়ায় ভারী যান চলাচলে সরকারী নিষেধাজ্ঞা

Spread the love

সিউড়ি তিলপাড়া সেতুতে ফাটল দেখা দেওয়ায় ভারী যান চলাচলে সরকারী নিষেধাজ্ঞা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূমের সদর সিউড়ি সংলগ্ন জাতীয় সড়কের উপর অবস্থিত তিলপাড়া মিহিরলাল সেতু।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্যতম সংযোগকারী সড়ক পথ সেই সেতু এখন মরনফাঁদ অবস্থায় বিরাজমান।ভয়ংকর অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পড়েছে। ময়ূরাক্ষী নদীর জলস্ফীতির জেরে জলাধারের ওয়াটার ডিভাইডারে দেখা দিয়েছে বড়সড় ফাটল। ছোট ছোট চিড় ধরে শুরু হওয়া বিপদ এখন মারাত্মক আকার নিচ্ছে। ইতিমধ্যেই যান চলাচলে জারি হয়েছে নিয়ন্ত্রণ। সামান্য জল ছাড়া হচ্ছে ব্যারাজ দিয়ে।
দীর্ঘদিনের অবহেলা, মেরামতির অভাব আর বর্ষার দাপটে দিশেহারা তিলপাড়া ব্যারেজ। উল্লেখ্য ১৯৪৯ সালে এই ব্যারেজটির নির্মাণকাজ সম্পূর্ণ হয়।সে সময়ে ব্যারেজটি নির্মাণে খরচ হয়েছিল ১.১১ কোটি টাকা বলে জানা যায়।
শুক্রবার সন্ধ্যা হতেই ব্রিজের একাধিক জায়গায় ফাটল দেখা দিতে আতঙ্কের সৃষ্টি হয় জেলাজুড়ে। যার প্রেক্ষিতে ব্রীজের উপর ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেন বীরভূম জেলা প্রশাসন। এমনকি যাত্রীবাহী বাস চলাচলের ক্ষেত্রেও ব্রীজের উপর যাত্রী খালি করে পাঁয়েহেটে যাত্রীদের পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের পাশাপাশি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার আমনদীপ, বীরভূম জেলাশাসক বিধান রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্তারা। শুধুমাত্র পথ চলতি মানুষ, দুই চাকার গাড়ি চলাচলে কোন বাধা-নিষেধ নেই বলে সরকারি সূত্রে খবর। এনিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে নানান প্রশ্ন। সেতু সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ উল্লিখিত সাইনবোর্ডে জ্বলজ্বল করছে সেতুর পাশে। যেখানে লেখা আছে ২৯ কোটি ১৭ লক্ষ ৪৭ হাজার ৪৫২ টাকা প্রোজেক্ট কষ্ট।ইম্লিমেন্টিং অফিস ময়ূরাক্ষী হেডকোয়াটার ডিভিশন সিউড়ি বীরভূম। কাজ শুরুর তারিখ ২০/০৩/২০২৫। প্রকল্পটি সেচ ও জলপথ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্মিত হইল বলে উল্লেখ রয়েছে। সেই নিয়ে শুরু হয়েছে চাপানোত্তোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *