সিউড়ি থানায় আইসি হয়ে এলেন সঞ্চয়ন ব্যানার্জি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সিউড়ি থানার আইসি দেবাশীষ ঘোষ মালদহ জেলার ইন্টেলিজেন্স শাখার ইন্সপেক্টর হিসেবে বদলি হয়ে যাচ্ছেন। পরিবর্তে সেখানে যোগ দিচ্ছেন সঞ্চয়ন ব্যানার্জি । বীরভূমের জেলা সদর সিউড়ি থানার নতুন আইসি হিসেবে যোগ দিলেন সঞ্চয়ন ব্যানার্জি। উল্লেখ্য ইতিপূর্বে তিনি ইন্সপেক্টর অফ পুলিশ সিআইডি তে ছিলেন। সঞ্চয়ন ব্যানার্জি ইতিপূর্বে রাজনগর, খয়রাশোল ও মাড়গ্রাম থানায় ওসি হিসেবে অতি দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এইসব এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলেছিলেন। এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজে তাঁকে ব্রতী হতে দেখা গেছে। প্রায় প্রতি থানা চত্বরের মধ্যে বেশ কিছু কাজের নিদর্শন আজ ও বিদ্যমান। দায়িত্ব প্রাপ্ত প্রতিটি থানা এলাকায় জনপ্রিয় ওসি হিসেবে তিনি পরিচিতি লাভ করে ছিলেন। সঞ্চয়ন ব্যানার্জীর এই পদোন্নতিতে জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।