সি পি আইয়ের ৯৮তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
দীপঙ্কর সমাদ্দার: ২৬ শে ডিসেম্বর সন্ধ্যা সাতটায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খড়দহ শাখা সিপিআই পার্টির প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করলো খড়দহ শ্রীপতিভবনে ।। এই দিন বিভিন্ন মানুষের বক্তব্যের মধ্যে উঠে আসে প্রাক্তন জনপ্রিয় জননেতা গোপাল বন্দোপাধ্যায়ের কথা। খরদহে অগ্রসরের পিছনে গোপাল বন্দোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।কথায় গানে ও একটি স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র প্রদর্শন হয় এই দিন। আদিনাথ ও একটি সেতু কাহিনী দেবকুমার ঘোষ ।পরিচালনা সন্তোষ সেন। খাদ্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে কাহিনীর বিন্যাস কিন্ত এতটাই শক্তিশালী কাহিনী যা আজও প্রাসঙ্গিক ।
ছবিটিতে কিছু যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়েছে। কৌশিক ঘোষ মুখ্য চরিত্র আদিনাথে রুপদান করেছেন।
ছবিতে একটি কবিতার প্রয়োগ আছে যা কৌশিক আবৃত্তি করেছেন সবচেয়ে উল্লেখযোগ্য ।অসাধারন উপস্থাপনা যা সবার মন ছুঁয়ে গেছে। সুবীর মুখোপাধ্যায় তার বক্তব্যে বর্তমান সময়কে তুলে ধরেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শংকর ভৌমিক । বেশ সুরেলা কন্ঠে সংগীত পরিবেশন করলেন কবির মুখোপাধ্যায় ও স্নেহাশীশ বোস। অসংখ্য মানুষের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি বেশ উপভোগ্য।