সুরবন্ধনের শত কন্ঠে বাংলা গান কলকাতা বইমেলা থেকে বর্ধমানের বননবগ্রাম ও শান্তিনিকেতনে

Spread the love

সুরবন্ধনের শত কন্ঠে বাংলা গান কলকাতা বইমেলা থেকে বর্ধমানের বননবগ্রাম ও শান্তিনিকেতনে


ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় গুসকরা,; সুরবন্ধন এর বাংলা শত কন্ঠে বাংলা গানে মুখরিত বর্ধমানের বননবগ্রাম বাউল আশ্রম থেকে শান্তি নিকেতন ও সোনাঝুরি। আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জার্মান বাংলাদেশ ভারত সহ 8
দেশ থেকে বিভিন্ন বাঙালিরা একত্রিত হয়েছেনে । কলকাতা বই মেলা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার জনপ্রিয় প্রাচীন হাজার বছরের বাংলা গান পরিবেশন করেন। মহিতষ তালুকদার বাংলাদেশের ময়মনসিংহের বাড়ি আদি বাড়ি। ত্রিশ বছর বেশি সময় আমেরিকা বস্টনে থাকেন ।তিনি শত কণ্ঠে বাংলা গান বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে একত্রিত করে পরিবেশন করছেন বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়া বাংলাদেশ জাপান জার্মান ইংল্যান্ড কানাডা সহ বিভিন্ন দেশে শত কণ্ঠে বাংলা গান পরিবেশন করছেন। তিনি জানান বাংলা মায়ের প্রতি বাংলা মানুষের প্রতি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে এই ধরনের অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। তিনি বলেন এই বাংলা ভাষা বাংলা গান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন রাজ্যে ইংল্যান্ড জার্মান কানাডা সহ বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তিনি এই বাংলা গান পরিবেশন করে বেড়াচ্ছেন ।সুরবন্ধন নামে আন্তর্জাতিক বাঙালি গানের শিল্পী সমন্বয়ে এই গান পরিবেশনের মাধ্যমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য আনুগত্য প্রকাশের জন্য বাংলা
ভাষার গান প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গান পরিবেশন করে বেড়াচ্ছেন। যেমন দুই দেশের জাতীয় সংগীত জনগণমন অধি নায়ক ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আনন্দলোকে মঙ্গলালোকে কিংবা একবার বিদায় দে মা ঘুরে আসি এই আগুনের পরশ মনি ইত্যাদি প্রাচীন বাংলা গান বিভিন্ন প্রান্তে পরিবেশন করছেন এমনই পরিবেশের জন্য এসেছিলেন পূর্ব বর্ধমানের বননবগ্রামে বাউল আশ্রমে শান্তিনিকেতনে ও শান্তিনিকেতনের সোনাঝুরিতে। প্রথম শুরু করেন কলকাতা বইমেলা থেকে। এরপরে এই দল বাংলা বিভিন্ন প্রান্তে থেকে সুন্দর বলেও পরিবেশন করবেন তারপর যে যার দেশে ফিরে যাবেন ।আবার কোন দেশে কোন প্রান্তে একত্রিত হয়ে বাংলা গান পরিবেশন করবেন। আউগ্রামের বননবগ্রামের বাউল আশ্রমে এই গান পরিবেশন করেন শান্তিনিকেতনের দুই জায়গায় শান্তি নিকেতন ও সোনাঝুরি তে। এই শত কন্ঠে বাঙালি গান বাংলা গান বিভিন্ন দেশের মানুষের সমন্বয়ে বাংলা গান দেখার জন্য বহু মানুষ বহু গুণী মানুষ বাউল গ্রামবাসী উপস্থিত ছিলেন তাদের অভিবাদন ও ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *