“সৃষ্টি ডান্স একাডেমির” অভিনব উদ্যোগ “সমবন”-
‘সৃষ্টি ডান্স একাডেমির’ উদ্যোগে “সমবন” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৪ই আগস্ট ২০২৫ সল্টলেকের “দা বারান্দা ক্যাফে” তে।
“রাখি বন্ধন” উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সবার মাঝে ভ্রাতৃত্ব এবং ঐক্যের বন্ধন গড়ে তোলা।
সৃষ্টি ডান্স একাডেমীর কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী বলেন,- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনই হলো শ্রেষ্ঠ বন্ধন। তিনি এটাও বলেন তার একাডেমির শিক্ষার্থীরা যাতে এই মানবতাবাদে দীক্ষিত হয় সেই চেষ্টায় তিনি করে চলেছেন।
এই হৃদয় গ্রাহ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ও তাল বাদ্য শিল্পী মোল্লার ঘোষ এবং তার স্ত্রী মল্লিকা ঘোষ।
এমন সুমধুর অনুষ্ঠান বুঝিয়ে দেয় যে আগামী দিন সকল প্রকার সম্পর্ক মিষ্টি বন্ধনে অটুট থাকবে।