সুরজ প্রসাদ,
সেখ রতন,
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম স্থানাধিকারী অরিত্র পাল মেমারির বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির অর্থাৎ বিএম হাইস্কুলের ইউনিট একের ছাত্র সে মোট 694 পেয়ে রাজ্যের মধ্যে এ বছরের প্রথম স্থান দখল করেছে। অরিত্র বাবা গনেশ চন্দ্র পাল সেনাবাহিনীতে কর্মরত। বর্তমানে পানাগর এর পশ্চিমে রয়েছেন তিনি। মা চন্দনা পাল নতীপপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা। ছেলের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত তারা। পড়াশোনার পাশাপাশি ছবি আত্মীয় গান শুনতে ভালোবাসতো সে অংক ছিল তার পছন্দের বিষয়। জেলার এই স্কুলটি থেকে প্রথমবারের জন্য মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করেছে। সে মাধ্যমিকের মেধা তালিকার শীর্ষে থাকতে স্কুলের শিক্ষক ও অভিভাবকরা একইভাবে খুশি।