সোমেন বোস এর একক চিত্র প্রদর্শনী প্রশংসার দাবি রাখে

Spread the love

সোমেন বোস এর একক চিত্র প্রদর্শনী প্রশংসার দাবি রাখে


দীপংকর সমাদ্দার:কালীঘাটে আর্ট হাইভ আর্ট গ্যালারিতে মহাসমারোহে ১৫ ও ১৬ ই আগস্ট দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো প্রখ্যাত চিত্রশিল্পী সোমেন বোস এর একক চিত্র, ফটোগ্রাফি ও ভাস্কর্য প্রদর্শনী। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনী উদ্বোধন করলেন প্রখ্যাত চিত্রশিল্পী নারায়ন দাস, অনির্বাণ শেঠ ও প্রখ্যাত ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত। প্রধান অতিথিদের বরণ করে নিল এবং উপহারের সম্মানিত করলো সোমেন বোস এর পক্ষে চিত্রশিল্পীরা। প্রদর্শনীতে অনুষ্ঠিত হলো বর্তমান প্রজন্মের চিত্রশিল্পীদের নিয়ে চিত্রকর্মশালা, এ ব্যাপারে সোমেন বোস জানালেন এই চিত্রকর্মশালার আয়োজন করার প্রধান উদ্দেশ্য বর্তমান প্রজন্মের চিত্রশিল্পীদের যাতে এই ধরনের এক্সিবিশন করার ইচ্ছা তৈরি হয়। আজ যেখানে তারা চিত্রকর্মশালা করে আনন্দ পেল এবং আগামী দিনে এখানেই তারা চিত্র প্রদর্শনী করবে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা তিনি এইসব শিল্পীদের করবেন। চিত্রকর্মশালার শেষে প্রধান অতিথিদের মতামত অনুযায়ী ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে উপহারের সম্মানিত করা হয়। ও বিশেষ আঁকিয়েদের স্মারকে ও পুরস্কারের সম্মানিত করা হয়। সোমেন বোস এর আগে বহু চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, তার ছবি বহু প্রশংসা পেয়েছে এবার তিনি চিত্রপ্রেমীদের আবদারে, উৎসাহে ও প্রেরণায় একক চিত্র ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করলেন আর্ট হাইভ গ্যালারিতে যা দুদিন ধরে প্রচুর চিত্র প্রেমী মানুষদের ভিড়ে উচ্চ প্রশংসিত হয়েছে। শিল্পীর প্রত্যেকটা ছবিতে তার নিজের মনের ক্যানভাস রঙিন করে তোলে। তুলির ও রঙের মেলবন্ধনে ক্যানভাসে প্রতিচ্ছবি হয়ে ওঠে জীবনের জলছবি।। মনের গভীরে প্রশ্ন দাগ কেটে যায় রংয়ের তুলিতে। প্রকৃতির রং ভেসে ওঠে ক্যানভাসে। ছোট বড় নিয়ে ১০১ টা ছবি সোমেন বোস এই চিত্র প্রদর্শনীতে প্রদর্শন করেছেন যা অত্যন্ত সুন্দর, মনে গভীর দাগ কেটে যায়। শিল্পী র সরল মনের কল্পনা ফুটে উঠে প্রত্যেকটা ক্যানভাসে বেশির ভাগই এক্রিলিক রং এর ছবির সাথে কিছু তুলি ও কালী, পেন্সিল স্কেচ, মিক্সড মিডিয়ার কাজ চোখে পড়ার মতো। ছোট ছোট ক্যানভাসে পেইন্টিং গুলো এবং পাখার ওপর পেইন্টিং গুলো নজর কেড়েছে। প্রকৃতিকে নিয়ে করা ছবিগুলো উল্লেখযোগ্য। ভালো ছবির সাথে ভাল বাঁধাই এর উপস্থাপনা ছবিগুলোকে আরো জীবন্ত করে তুলেছে।চিত্রশিল্পী নারায়ন দাস এবং প্রতাপ দাশগুপ্ত জানালেন এই চিত্র প্রদর্শনীতে সোমেন বোসের মনের কল্পনার রং সুন্দর ফুটিয়ে তুলেছে। যা মানুষকে সব সময় রঙিন জগতে ভাসিয়ে রাখবে। শিল্পী র নিজস্বতায় শিল্পী শিল্প জগতে আলাদা একটা জায়গা তৈরি করতে চলেছে। প্রথম উদ্বোধনের দিনই শিল্পীর বেশ কয়েকখানি ছবি চিত্র প্রেমীরা কিনে নিলেন। চিত্র প্রদর্শনী উদ্বোধনের দিন সম্পূর্ণ অনুষ্ঠানটি তনিমা মুখার্জির সুরেলা কন্ঠে ও সুন্দর ভাষার বুনটে সমগ্র অনুষ্ঠানটি একটা অন্য ঘরানায় উপস্থাপিত হল যা অত্যন্ত প্রশংসনীয়।। এক কথায় চিত্রশিল্পী সোমেন বোসের চিত্র ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *