সৌজন্যের রাজনীতি, বিরোধী দলের ভোট কর্মীকে জল প্রদান তৃণমূল প্রার্থী ফারহাদের
রফিকুল হাসান,
ভোটের দিন যখন খুন জখমের রাজনীতি দেখল বাংলা সেখানে সৌজন্যের রাজনীতি দেখল শাসন এলাকা। বারাসাত 2 ব্লকের কীর্তিপুর 2 গ্রাম পঞ্চায়েতের পার খড়িবাড়িতে নির্বাচনী কাজে ব্যস্ত থাকা বিরোধী দলের আইএসএফের এক কর্মীকে জলের বোতল তুলে দিলেন 38 নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী একেএম ফারহাদ। এদিন পার খড়িবাড়ি বুথ পরিক্রমায় গিয়ে বুথের বাইরে দেখা যায় নির্বাচনী স্লিপ দিচ্ছেন আইএসএফের এক কর্মী। এই গরমে কড়া রোদের মধ্যে বসে থাকতে দেখে ওই আইএসএফ কর্মীর দিকে এগিয়ে যান ফারহাদ। ভোট কেমন হচ্চে তার খোঁজও নেন ঐ আই এসএফের নির্বাচনী এজেন্ট এর কাছে। তারপরই ওই আইএসএফের কর্মীর হাতে জলের বোতল তুলে দিয়ে সৌজন্য বিনিময় করেন তৃণমূল প্রার্থী ফারহাদ। বিরোধী দলের প্রার্থীর থেকে জলের বোতল পেয়ে কি বলছেন ওই আইএসএফ কর্মী। শুনুন,,,, আইএসএফের নির্বাচনী এজেন্ট এর বাইট,,,,
বাংলায় এই সৌজন্যের রাজনীতিই বজায় থাক। আমরা এমনটাই চাই আর কি বললেন 38 নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী একেএম ফারহাদ।