স্বর্গীয় মানিক উপাধ্যায়
১৪ তম প্রয়াণ দিবস পালিত হল সামডি বিশ্রাম বুড়ি মন্দিরের কাছে
কাজল মিত্র :- স্বর্গীয় মানিক উপাধ্যায় এর স্মৃতিতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও পাহাড়গড়া কাটা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির । এই শিবিরটি আয়োজিত হয় সালানপুর ব্লকের অন্তর্গত সামডি পঞ্চায়েতের বিশ্রামবুড়ি মন্দির এর কাছে।
বারাবনি বিধানসভার লড়াকু রাজনৈতিক নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায় মহাশয় এর
আজ ১৪ তম প্রয়াণ দিবস ।আর এই প্রয়াণ দিবসেই সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের বিশ্রাম বুড়ি কাটা কমিটির পক্ষ থেকে দ্বিতীয় তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত সকল অতিথি বৃন্দ স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন।
এই শিবিরটি মা মুক্তাই চণ্ডী আনন্দ মেলা সমিতির
ও আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহযোগিতায়
এই রক্তদান কর্মসূচি। এই শিবিরে মোহনপুর এআইএইপিএল এর বহু শ্রমিক ও স্থানীয় মানুষ জন মিলিয়ে প্রায় ৫০ জন ব্যক্তি রক্তদান করেন।
সকল রক্তদাতাদের উদ্বুধ করতে সুন্দর মোমেন্ট ও সার্টফিকেট প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন
আসানসোল জেলা ব্লাড ব্যাংকের ডক্টর সঞ্জিত চ্যাটার্জী, জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল,
সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি,সামডি পঞ্চায়েত প্রধান অনামিকা মন্ডল, মোহনপুর কলিয়ারী ম্যানেজার রাম বিনোদ কুমার, পার্সোনাল ম্যানেজার বিধান মুখার্জি, সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মন্ডল,মুক্তাই চন্ডী আনন্দমেলা সমিতির তপন মাহাতা,রবিশঙ্কর কুন্ডু, পরীক্ষিত মাঝি , প্রাক্তন প্রধান জনার্দ্দন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন গৌরাঙ্গ তেওয়ারি ।