হকার উচ্ছেদের প্রতিবাদ জানাতে পথে নামে বিভিন্ন সংগঠন

Spread the love

হকার উচ্ছেদের প্রতিবাদ জানাতে পথে নামে বিভিন্ন সংগঠন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সিউড়ী শহরের হকার উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার জেলা শাসকের সাথে দেখা করলেন বিজেপির নেতৃত্ব। পরবর্তীতে জেলা শাসকের অফিস থেকে বেরিয়ে সিউড়ী পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচিতে বসেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। তাদের একটাই দাবি যে হকারদের সুব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবেনা।
অনুরূপ রামপুরহাট পৌরসভা এলাকাতেও হকার উচ্ছেদের প্রতিবাদে সিপিআইএম শ্রমিক সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে রামপুরহাটের এসডিওকে ডেপুটেশন দেন। তাদের দাবি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গরিব মানুষদের পেটে তথা ভাতে লাথি মারছেন। হকারদের পুনর্বাসন না দিয়ে অসহায় ভাবে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু ২০১৪ সালের হকার আইন অনুযায়ী হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না এমনই বলা আছে ।সেই প্রেক্ষিতে এদিন রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। দাবি তোলা হয় যে হকার উচ্ছেদের পূর্বে সকলকেই পুনর্বাসন দিতে হবে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সি আই টি ইউ নেতা সঞ্জীব মল্লিক,সিপিআইএম জেলা কমিটি সদস্য সঞ্জীব বর্মন, সি আই টি ইউ নেতৃত্ব অমিতাভ সিং প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *