হোমে থাকা আবাসিকদের বস্ত্র সহ কসমেটিকস উপহার
সেখ সামসুদ্দিন, ১০ অক্টোবরঃ মে তারিখে ১ ব্লকের কলা নবগ্রাম শিক্ষা নিকেতনের নিবেদিতা ভবন সহ শিক্ষা নিকেতনের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন আশ্বাস দেন ও তার দিদি সোনালী সামন্ত। দুর্গোৎসবের প্রাক্কালে হোমে থাকা আবাসিকদের বস্ত্র সহ কসমেটিকস উপহার তুলে দেন চিকিৎসক ও তার দিদি। উপস্থিত ছিলেন সমাজসেবী তথা সাংবাদিক সেখ সামসুদ্দিন যিনি সম্পূর্ণ বিষয়টিতে সেতুবন্ধনের কাজ করেন। নতুন বস্ত্র পেয়ে অত্যন্ত খুশি হন। শিক্ষা নিকেতনের সেক্রেটারি রীনা হাটি শিক্ষা নিকেতনের একটি ঘরের সংস্কারের জন্য কিছু সহায়তার আবেদন জানান। ডাঃ বুদ্ধদেব দাঁ বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।