১০০ দিনের কাজের দাবিতে রাইপুর বিডিও অফিসে সিপিআইএম এর ডেপুটেশন।
সাধন মন্ডল বাঁকুড়া:-
সারা ভারত কৃষক সভা ও ভারতের কমিউনিস্ট পার্টি রাইপুর ও রাইপুর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে আজ বুধবার রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল। বাঁকুড়া ঝাড়গ্রাম রাস্তা সংস্কার, ১০০ দিনের কাজ, আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণ সহ এলাকার উন্নয়ন ও রাইপুর হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি তে। উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর এরিয়া কমিটিরসম্পাদক দীপক মন্ডল। ছিলেন দলীয় নেতৃত্ব রাইপুর পঞ্চায়েত সমিতি র প্রাক্তন সভাপতি রুবেন টুডু, অমিতাভ পাঠক, ধ্রুবলোচন মণ্ডল সহ দলীয় নেতৃত্ব। রাইপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারীক উৎপল রায় ডেপুটেশন গ্রহণ করেন। ডেপুটেশন দিয়ে ফিরে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দীপক বাবু জানান প্রশাসন তাদের হাতে থাকা কর্মসূচি গুলি পালন করার চেষ্টা করবেন যেগুলি সম্ভব নয় সেগুলি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছে। ডেপু টেশন কে কেন্দ্র করে রাইপুর বিডিও অফিসে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়।