১৪ লিটার অবৈধ মদ সহ ধৃত-১ কাঁকড়তলায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রবিবার রাত্রে কাঁকড়তলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। জানা যায় স্থানীয় থানার কাঁকরতলা আদিবাসী পাড়ার বাবুশ্বর সরেন নামে এক অবৈধ মদ পাচারকারীকে প্লাষ্টিকের জারভর্তি ১৪ লিটার অবৈধ মদ সহ গ্রেফতার করে পুলিশ।গ ধৃতকে সোমবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য ইতিপূর্বেও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মদ পাচারকারীদের গ্রেফতার করা হয়।