২ পঞ্চায়েত সদস্যের তৃণমূলের যোগদান

Spread the love

২ পঞ্চায়েত সদস্যের তৃণমূলের যোগদান

সেখ সামসুদ্দিন, ১২ আগস্টঃ তৃণমূলের উন্নয়নে যোগ দিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আঝাপুর পঞ্চায়েতের আর এস পির সদস্য গণেশ মোল্লভ ও সি পি আই এমের সদস্য ঝর্না মালিক। প্রসঙ্গত গণেশ বাবু আবার আর এস পি এর জেলা কমিটির সদস্য। আজ জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাঁদের হাতে পতাকা তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, আঝাপুর তৃণমূল অঞ্চল সভাপতি ডা প্রতাপ রক্ষিত। যোগদান করেই দুই সদস্য জানান তাঁদের যাঁরা নির্বাচিত করেছেন তাঁদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া তাদের লক্ষ আর সেটা একমাত্র তৃণমূলই পারে। সেই জন্য আজ তাঁরা তৃণমূলে যোগদান করেন। বিধায়ক বলেন দীর্ঘ বছর আর এস পি করে মল্লভবাবু বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়ন কারা করছেন। সেই জন্যই তাঁরা মা মাটি মানুষের সরকারের দলে মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্লক সভাপতি বলেন রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন পঞ্চায়েত গুলোতে হচ্ছে সেই উন্নয়নে নিজেদের সামিল করতেই দুজন বিরোধী সদস্য আজ যোগদান করলেন। বিধায়ক ও ব্লক সভাপতি দুজনেই যোগদানকারী দুই সদস্যকে দলে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *