৩২ দলীয় মুসকান মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

Spread the love

৩২ দলীয় মুসকান মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সেখ সামসুদ্দিন, ২৪ মার্চঃ পূর্ব বর্ধমানের রায়নার দলুইদিঘী বহরমপুরে ২২-২৩ মার্চ দুইরাত্রি 32 দলীয় মুসকান মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট করা হয়। আমরা ক’জনের পরিচালনায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বীরভূম, বর্ধমান, মেমারি, জামালপুর, রায়না, ভাতার সহ বিভিন্ন এলাকা থেকে ৩২ টি দল। এই প্রতিযোগিতায় ২১-১৪ ও ২২-২০ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের শিবাশীষ ভাস্কর ও বীরভূম সিউড়ির দীপাঞ্জন প্রামাণিক এবং রানার্স হয় মেমারির বিশ্বরূপ মাজিলা ও পারিজাতনগর বেলতলার কমল রায়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দীপাঞ্জন প্রামাণিক। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স টিমকে ট্রফি সহ আর্থিক উপহার এবং ড্রেস দেওয়া হয়। উল্লেখ্য মেমারি কলেজের ছাত্র তথা বর্ধমান ইউনিভার্সিটি টিমের ব্যাডমিন্টন খেলোয়াড় শেখ মোহাম্মদ মুসকান গত বছর ২২ মার্চ বাড়ির পার্শ্বস্তিত পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এবং পরে দেহ উদ্ধার করে ২৩ তারিখে তাকে সমাধিস্থ করা হয়। সেই স্মৃতিকে সামনে রেখে মুসকানের পিতা সহ আমরা ক’জনের পরিচালনায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। মুসকানের বাবা নিজেও একজন ব্যাডমিন্টন আম্পায়ার ও পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। পুত্রের অকাল প্রয়াণে তিনি ও তার পরিবারবর্গ বাড়ির পার্শ্বস্তিত একটি জায়গাকে ব্যাডমিন্টন ইনডোর করার জন্য দান করেন এবং প্রতিবছর এই দুই দিনের টুর্নামেন্ট তারা চালিয়ে যাবেন বলে জানান শেখ মোহাম্মদ খুশিবর। শোকাহত পরিবারের পাশে থেকে ও খেলোয়ারদের উৎসাহিত করতে দুই দিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশীল কুমার মিশ্র, সম্পাদক সুহাস নাথ, ন্যাশনাল আম্পায়ার তথা বর্ধমান সদর দক্ষিণ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ অরিন্দম বিশ্বাস, জেলা অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *