অকাল বর্ষণে অসহায়দের খোঁজ নিলেন প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু বাবু:-

Spread the love

অকাল বর্ষণে অসহায়দের খোঁজ নিলেন প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু বাবু:-

—সাধন মন্ডল বাঁকুড়া:—–দানার প্রভাবে দিনভর বৃষ্টি ,বিপর্যস্ত জনজীবন ।গত কাল বৃহস্পতিবার রাত থেকে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির শুরু হয়েছে তার মধ্যে বাঁকুড়া জেলা অন্যতম দক্ষিণ বাঁকুড়ার প্রতিটি ব্লক এলাকাতে আজ সারাদিন ধরে বৃষ্টির দাপট ও বাহিত ছিল সঙ্গে হালকা ঝড়ো হাওয়া যার ফলে মাঠের ধান মাটিতে মিশিয়ে গেছে। এছাড়া সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে যদিও এখনো পুরোপুরি খবর পাওয়া যায়নি। বৃষ্টিতে এলাকার মানুষজন কেমন আছেন যার খোঁজখবর নিতে আজ সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় হাজির হয়েছিলেন তালডাংরা বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিংহ বাবু তিনি দুপুরে দলীয় কর্মীদের নিয়ে বেশ কয়েকটি জায়গায় ঘুরলেন অসহায় মানুষদের সাথে কথা বললেন তাদের অভাব অভিযোগ শুনলেন সরকারিভাবে তাদের কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন অসুবিধা নেই ক্ষতিগ্রস্ত পরিবার গুলি সরকারি নিয়মেই ত্রাণসাহায্য পাবেন। আমরা খোঁজ খবর নিচ্ছি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি বলে জানান প্রার্থী ফাল্গুনী বাবু। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় তিনি এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ভোট প্রচার করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *