অকাল বর্ষণে ধানের দফারফা চাষীদের মাথায় হাত।
সাধণ মন্ডল বাঁকুড়া:—-ডানার প্রভাবে দুদিনের ব্যাপক বৃষ্টিপাতের ফলে রাইপুর, সারেঙ্গা, রানী বাঁধ, ব্লক এলাকার ধান চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাইপুর ব্লকের মটগোদা ধানাড়া, মন্ডলকুলি, আমচূড়া, বেনাকাটা, শিমলি, দুবনালা, করগলি, সহ বিভিন্ন মৌজার ধান পড়ে গেছে ফলে ধান চাষীদের মাথায় হাত পড়েছে। এই ধান গাছ আর সোজা করে তোলা যাবে না ফলে ধানের ফলন সেভাবেই হবে না বলেই এলাকার চাষীরা জানালেন ।আমচুড়া গ্রামের চাষ ী গুরুপদ ঘোষ নরহরি মন্ডল, অশ্বিনী মন্ডল, দিব্যেন্দু মন্ডল,শক্তিপদ পাত্র খোকন ঘোষ, বেনাকাটা গ্রামের চাষী বংশী মন্ডল, দিলীপ মন্ডল, অমরেন্দ্র পাত্র, নিমাই মন্ডলরা বলেন আমাদের যতটুকু চাষ তার প্রায় সবটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ধানের খরচ উঠবে তা নিয়ে ভাবনায় রাতের ঘুম উঠে গেছে। ধানের ফলন ভালো হয়েছিল কিন্তু হঠাৎ “দানা”এসে সব শেষ করে দিল। শিমলি গ্রামের অসীম চক্রবর্তী বলেন আমাদের সংসার চলে ধান চাষের উপর ধান চাষের আয় থেকেই আমরা জীবিকা নির্বাহ করে থাকি কিন্তু এবারে মাথায় হাত পড়েছে। এদিকে রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ বলেন এখনো পর্যন্ত পুরো এলাকা পরিদর্শন করা সম্ভব হয়ে ওঠেনি আমরা এলাকা পরিদর্শন করছি তবে ধানের বেশ কিছু ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ।আমরা চাষিদের বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি।