অকাল বিসর্জন
………………………………
গৌতম মণ্ডল
একরত্তি ছোট্টো মেয়ে –
তার পুতুল খেলার বয়স,
সবুজ গাঁয়ে বাস করে সে
বয়স তো মোটে দশ !
ছোট্ট মেয়ের দুচোখ জুড়ে –
কতো বড়ো হবার স্বপ্ন!
খেলার সাথে বইও পড়ে
থাকে, লেখাপড়ায় মগ্ন ৷
একরত্তি ছোট্ট মেয়ে
যেন সবুজ গাঁয়ের উমা !
পড়তে জানে, খেলতে জানে —
জানে না সে, থামা ৷
কিন্তু হঠাৎ সেদিন —
পড়তে গিয়েও ফিরলো না আর
গাঁয়ে নামলো যে দুর্দিন !
বই- খাতা সব রইলো পড়ে
আধখানা লেড পেনসিল !
দাঁত বসালো কোন্ পিশাচে ?
আজ ,উমার ঘরে খিল !
একরত্তি ছোট্টো মেয়ের
সোনার বরণ রূপ !
এক নিমেষে ছাই হলো পুড়ে
ঐ শ্মশানের চিতা চুপ !
কাশ ফুটেছে! ঢাক বেজেছে !
আজ যে উমার বোধন !
পঞ্চমী তিথি , উমা যে একরত্তি !
যেন অকাল বিসর্জন !
………………………………
তাং- ০৮/১০/২০২৪
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷(W.B)