অখন্ডতা, পারস্পরিক সৌহার্দ্য ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বানে অধ্যক্ষ
সেখ সামসুদ্দিন, ১৫ আগস্টঃ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেমারি কলেজে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি থানার অফিসার ইনচার্জ দেবাশীষ নাগ ও মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশীষ চক্রবর্তী। অনুষ্ঠানে এনসিসির ছাত্র-ছাত্রীরা ওসি ও অধ্যক্ষ কে গার্ড অফ অনার দেন। পরে মেমারি কলেজ থেকে একটি ছোট্ট রেলি বের করে জি টি রোড নিমতলা থেকে ঘুরে কলেজ শেষ করে। অধ্যক্ষ বার্তা দেন ভারতের অখন্ডতা, পারস্পরিক সৌহার্দ্য ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ হও।