অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দীর্ঘ প্রতিক্ষার অবসান।পূজার আগেই এলাকাবাসীর কাছে উপহার।মহালয়ার ঠিক পুণ্যলগ্নে বীরভূম জেলার দুবরাজপুর শহরবাসী সহ এলাকাবাসীর কাছে সুখবর। মঙ্গলবার দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যে ঈদগাহ পাড়ায় অবস্থিত অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয়।পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের অধীনে দূর সঞ্চার পদ্ধতিতে দুবরাজপুর অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য একই সাথে আলিপুরদুয়ার জেলার বীরপাড়াতে ও অনুরূপ অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এটির নির্মাণ সাপেক্ষে ব্যয় আনুমানিক ৪ কোটি ৩৭ লক্ষ টাকা বলে জানা যায়। আরও জানা যায় যে,এখানে দমকলের দুটি ইঞ্জিন থাকবে এবং ফায়ার স্টেশন ইনচার্জ সহ বেশ কয়েকজন দমকল কর্মী থাকবেন বলে জানান দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার।বিশেষ উল্লেখ্য, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই দমকল কেন্দ্রের শিলান্যাস করেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভসূচনা করেন জেলাশাসক বিধান রায়। এছাড়াও ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, সদর মহকুমা শাসক সুপ্রতীক সিং, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার এবং দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। জেলার বুকে সিউড়ি, বোলপুর, রামপুরহাট এবং সাঁইথিয়ার পাশাপাশি এবার দুবরাজপুর নামটি সংযোজিত হলো অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্র হিসেবে। এই অগ্নি নির্বাপণ কেন্দ্রের উদ্বোধন হওয়ায় দুবরাজপুর ছাড়াও ঝাড়খন্ড সীমান্তবর্তী রাজনগর,খয়রাশোল, লোকপুর, কাঁকড়তলা থানা এলাকার মানুষের সুবিধা হবে বলে অনেকের অভিমত।