অদম্য প্রশ্বাস
প্রণব মাহাত (কলকাতা)
বক বক করে বোকা হয়েছি ,যত চুপ তত ভালো…
মাটি থেকে উঠলেই মাটির গন্ধে মাতোয়ারা হওয়া যায়
পাথরে চাপা পড়া অভিশাপও উদ্দীপনা জাগায় মূলে।
অতীতের বিভীষিকাময় তলোয়ার ধূলিঝড়ে কুপোকাত হবে
সাগরের মধ্যাহ্ন ভোজন শেষ হলেই শুরু হয় জোয়ার ভাটার খেলা…
তিমির চোয়ালের দাঁতে ঝলক মারে পূর্ণিমার চাঁদ
অব্যক্ত কথার উৎসাহি ঝাঁক উঁকি মারে শুশুকের শিরে
অ্যামিবার ক্ষনপদে সাইটোপ্লাজমের গতি টোকা মারে নীরবে
নীল নদের সহস্রাব্দ প্রাচীন পলি লিখে রাখে সভ্যতার নিদর্শন
জীবাশ্মের ঘুমন্ত শরীর পাথরের হৃদয়ে জ্বালায় প্রেমের প্রদীপ।
মাটি মাখা কালো পিঁপড়ে ধীর লয়ে হাঁটে রুক্ষ রাজপথে…
আমি ফিস্ ফিস্ কথা বলি, চুপচাপ পথ চলি!
বোকা হয়েও বেছে নেওয়া যায় বাঁচার অদম্য প্রশ্বাস ।