অধ্যাপক সমিতির নির্বাচনী পথসভা বিষ্ণুপুরে
। সাধন মন্ডল বাঁকুড়া:——পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির উদ্যোগে বাঁকুড়া জেলা ইউনিটের পরিচালনায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল এর সমর্থনে বিষ্ণুপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হলো সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি মনি শংকর মন্ডল সুমন বন্দোপাধ্যায়, রাজ্য যুগ্ম সম্পাদক বিবেকানন্দ মুখার্জি, রাজ্য কমিটির সদস্য প্রিয়াঙ্কার দাস, শ্রীকুমার পন্ডা, বাঁকুড়া জেলা আহ্বায়ক রুহেন চক্রবর্তী, রিঙ্কু ব্যানার্জি প্রমূখ। বক্তারা আগামী ২৫ শে মে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। বক্তারা তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী প্রকল্পগুলি সাথে সাথে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন ঘটেছে তার উল্লেখ করে বক্তব্য রাখেন। অধ্যাপিকা রিঙ্কু বন্দ্যোপাধ্যায় বলেন প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া থেকে শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা দের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটিয়ে চলেছে মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেস সরকার। এই সরকারের আমলেই বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যা একটি দৃষ্টান্ত। এছাড়া প্রায় প্রতিটি ব্লকেই একটি করে মহাবিদ্যালয় স্থাপন করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। যার ফলে আমাদের ছেলেমেয়েদের আর উচ্চশিক্ষার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয় না। প্রায় বাড়ির কাছেই এই সুযোগ রয়েছে এমনকি বাংলা, ইংরেজি ,সংস্কৃত, ইতিহাস ভূগোল বিষয় ছাড়াও অল চিকিতে স্নাতকোত্তর বিভাগে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন বর্তমান তৃণমূল সরকার। যা আদিবাসী সমাজের ছেলেমেয়েদের কাছে একটি দৃষ্টান্ত। শুধু আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েরা নয় বাংলা বিভাগের ছেলেমেয়েরাও অলচিকি নিয়ে পড়াশোনা করে সেই বিভাগে শিক্ষকতা করছেন।