আন্তর্জালের মাধ্যমে নজরুল জয়ন্তী উদযাপন,
অন্তরা সিংহরায়,
“ অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর্যামী ” —কাজী নজরুল ইসলাম
একদিকে করোনার ভয়াবহতা ও অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ যশ আছড়ে পড়েছে বাংলার বুকে।দুশ্চিন্তা ,অনিশ্চয়তা ,আতঙ্ক প্রতি মুহূর্তে গৃহবন্দী মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলছে। জীবনের ছন্দকে একটু স্বাভাবিক করার উদ্দেশ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী অনলাইনে উদযাপন করলো বেশ কিছু সংস্হা। পশ্চিম বর্ধমানের রাজর্ষি মিউজিক একাডেমি অন্তর্জালের মাধ্যমে সারাদিনব্যাপী গান ,কবিতা ,নৃত্য ,আলোচনা অর্থাৎ বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে উদযাপন করলো বিদ্রোহী কবির জন্মজয়ন্তী। সংস্থার কর্ণধার সোমনাথ বন্দোপাধ্যায় বলেন ‘ নজরুল আমাদের প্রাণের মানুষ।তাঁর জন্মদিন আমাদের কাছে উৎসবের দিন।’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোমনাথ বন্দোপাধ্যায়, সৌম্যদীপ বন্দোপাধ্যায়,অংশুমান চক্রবর্তী,আকাশ দাস,প্রিয়দর্শিনী দাস,ঋতুপর্ণা বিশ্বাস সরকার,ইন্দ্রাণী বসু,পম্পা ভট্টাচার্য,দীনবন্ধু বালিয়াল ও আরো অনেকে। তবলায় ছিলেন দেবাশীষ চক্রবর্তী ও সুমন শেঠ।আবৃত্তিতে ছিলেন রঞ্জিত গুহ,বিপ্লব মুখোপাধ্যায় ও বাচিক শিল্পী অন্তরা সিংহরায়।নৃত্যে ছিলেন ডালিয়া কর্মকার ও দিব্যাঙ্কা মুখার্জি প্রমুখ। লকডাউনে বন্দী মনে একটু হলেও রসদ জোগানোর চেষ্টা করছেন রাজর্ষি মিউজিক একাডেমির মাননীয় শিল্পীরা তাছাড়া এই রকম সাংস্কৃতিক চর্চা বাংলার সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করার পক্ষে এক প্রশংসনীয় উদ্যোগ ।