অনারব পড়ুয়াদের আরবি ভাষার দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালার উদ্যোগ

Spread the love

অনারব পড়ুয়াদের আরবি ভাষার দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালার উদ্যোগ

বিশেষ প্রতিবেদক: অনারব দেশের পড়ুয়াদের আরবি ভাষা পড়ানো একটি বড়ো চ্যালেঞ্জ। বিশেষ করে শিক্ষকের সেই ভাষায় দক্ষতা ও আরব সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। শুধু তাই নয়, টিচার্স ট্রেনিং কোর্স ও কর্মশালার মাধ্যমে নিজেকে যুগোপযোগী করাও প্রয়োজন শিক্ষকদের। এটা করতেই বাস্তবমুখী করতে বিশেষ উদ্যোগ খোদ কলকাতাতেই।
উদ্যোক্তার বক্তব্য, শিক্ষককেই এই ভাষায় দক্ষতার উন্নয়ন হচ্ছে কিনা সেটার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা আরবি ভাষায় কোনও কিছু শোনার পর কতটা বুঝতে পারছে, আরবি ভাষায় সহজ করে কথা বলতে পারা, পড়ুয়ারা আরবি বই বা খবরের কাগজ পড়া বা আরবি ভাষায় লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারছে কি না? এটা একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেখতে হবে। পাশাপাশি একজন আরবি শিক্ষকেরও দেখার দায়িত্ব বলে মনে করেন উদ্যোক্তা।
সেই কারণেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান একদিবসীয় কর্মশালার উদ্যোগ নিয়েছেন। তিনি বিষয়বস্তু সম্পর্কে জানান, অনারবদের জন্য ভাষা দক্ষতার উন্নয়নের জন্য কলকাতায় আগামী ২৮ এপ্রিল একটি কর্মশালা হবে। অধ্যাপক সাইদুর রহমান নিজেই করছেন। তবে বিশেষজ্ঞ হিসেবে থাকবেন মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ওপেন ইউনিভার্সিটির লখনউ স্যাটেলাইট ক্যাম্পাসের আরবির অধ্যাপক ড. সুমামা ফাইসাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজমুল হক, শহিদ নুরুল হাসান কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক মেহদী হাসান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক শামসুদ্দিন নাদবী কলকাতা বিশ্ববিদ্যালয়।
এ নিয়ে অনেকেই বলছেন, একটা ভালো উদ্যোগ। পড়ুয়া বা শিক্ষকরা আরবিতে কথা বলা বা লেখার ক্ষেত্রে উপকার পাবেন। অন্যান্যরাও বলছেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরবি ভাষা পড়ানো হয় তাদের উচিত সেখান থেকে আরবি ভাষার শিক্ষকদের এই কর্মশালায় অংশগ্রহণের জন্য পাঠানো।
প্রসঙ্গত, আরবি ভাষার বিকাশে কাজ করছেন অধ্যাপক সাইদুর রহমান। তিনি ব্যক্তিগত উদ্যোগে সউদি আরব থেকে একটি অতি মূল্যবান আরবি ভাষা শেখানোর সিরিজ নিয়ে এসেছেন। তাতে তিন মাসের ব্যবধানে ছাত্রছাত্রীরা আরবি ভাষায় অনর্গল কথা বলতে সক্ষম হয়েছে ও তারা লেখালেখি করতে পারছে।বর্তমানের কর্মশালা বা আরবি ভাষা শিক্ষা সিরিজের জন্য তার সঙ্গে যোগাযোগ করলেই হবে জানান অধ্যাপক সাইদুর রহমান।৯৭৪৮৪৭২৩৮৮ বা ৭৪০৭০৩৩৬৫০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *