অনুপ মাজি ওরফে  লালা অভিযুক্ত না সাক্ষী? সিবিআইয়ের কাছে প্রশ্ন বিচারকের

Spread the love

অনুপ মাজি ওরফে  লালা অভিযুক্ত না সাক্ষী? সিবিআইয়ের কাছে প্রশ্ন বিচারকের

মোল্লা জসিমউদ্দিন,

শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল আদালতে সিবিআই এজলাসে উঠে কয়লা পাচার মামলা। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা, অভিযুক্ত না কি সাক্ষী? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই-এর আচরণ দেখে এই প্রশ্ন তুললেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী । কয়লা পাচার মামলায় কার্যত সিবিআই-এর ভূমিকা নিয়েই উঠল প্রশ্ন। এই মামলায় প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে সিবিআইয়ের তলবের পদ্ধতিও ত্রুটিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন আদালতে উপস্থিত ছিল অভিযুক্ত ৫০ জন। এদিন চার্জ গঠন করার কথা ছিল। তবে এই মামলায় জড়িত থাকা দুটি সংস্থার আইনী জটিলতার কারণে তা হয়নি। এদিন শুনানি শেষে অনুপ মাজি ওরফে লালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন বিচারক। ফোন করে নাকি নোটিস পাঠানো হয়েছে।  সিবিআই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তা জানতে চাওয়া হয়। লালা  জানান, -‘ই-মেল করে ডাকা হচ্ছে তাকে’। তখন বিচারক সেই মেল দেখতে চান। লালা তার মোবাইল দেন। সেই মোবাইল থেকে ই-মেল বের করে হতবাক হয়ে যান বিচারক।সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমারকে মেলটি দেখে জানাতে বলেন, “এভাবে চার্জশিট পেশের পর কাউকে তলব করা যায়?” বিচারক রাজেশ চক্রবর্তী অসন্তোষ প্রকাশ করে বলেন, “একজন অভিযুক্তকে সাধারণভাবে ডাকা হচ্ছে কেন? সে জানতেই পারছে না যে সে অভিযুক্ত না সাক্ষী । কী কারণে তাকে ডাকা হচ্ছে সে কথাও উল্লেখ করা হয়নি।” বিচারকের তোলা কোন প্রশ্নের জবাব দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার। মামলার চূড়ান্ত চার্জগঠনের পরবর্তী শুনানি আগামী ১৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *