সুরজ প্রসাদ
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডল কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর নিতাই চ্যাটার্জি কে গ্রেপ্তার করলো আউসগ্রাম থানার পুলিশ। দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল কে কুরুচিকর মন্তব্য ও হুমকি দেয়ার ঘটনায় আউসগ্রাম থানায় নিতাই চ্যাটার্জির নামে অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার সেই অভিযোগের ভিত্তিতে আউসগ্রাম থানার পুলিশ প্রাক্তন এই কাউন্সিলর কে গ্রেফতার করে । এদিন তাকে বর্ধমান আদালতে পেশ করা হয় নিতাই বাবু জানান, বছর খানেক আগে অনুব্রত বাবু তার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নিয়েছিলেন । পরে সেই টাকা মিটিয়ে দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত অনুব্রত বাবু তাকে টাকা ফিরিয়ে দেননি। সেই টাকা ফেরত চাইলে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ করেন তিনি। অনুব্রত বাবু কে কুরুচিকর মন্তব্য করা ও হুমকি দেয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যদিও নিতাই চ্যাটার্জী হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।৩ দিনের জেল হেফাজত হয়েছে