অনুব্রত মামলায় দুবরাজপুর আদালতে দুজনের গোপন জবানবন্দি
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-গত ২০ ডিসেম্বর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিবঠাকুর মন্ডল নামে এক তৃনমূল কংগ্রেসের কর্মী (প্রাক্তন বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান ) তাকে দুবরাজপুর দলীয় কার্যালয়ে ডেকে খুনের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ করেন।সেই মামলার ভিত্তিতে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে অনুব্রত মন্ডলকে।আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।এরপর গত ২৭ ডিসেম্বর ফের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ২ হাজার টাকার বণ্ডে জামিন দেন। বর্তমানে তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন। সেই মামলার তদন্তের স্বার্থে গোপন জবানবন্দি নেওয়ার জন্য শিবঠাকুর মণ্ডলের মা সুভদ্রা মণ্ডল ও বালিজুড়ি পঞ্চায়েতের উপ প্রধান অর্জুন সাহাকে দুবরাজপুর আদালতে আনা হয় শনিবার। এ বিষয়ে দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, যেহেতু এই মামলার তদন্ত চলছে। তাই এই কেসের তদন্তকারী অফিসার দুজনকে দুবরাজপুর আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠিয়েছিলেন।